মহালছড়ি উপজেলার প্রধান নদী চেঙ্গী। এটি কর্ণফুলীর একটি শাঁখা।চেঙ্গী নদীর দুদিকে পাহাড়ের দেয়াল। দুই দেয়ালের মাঝে রয়েছে সমতল ভূমি। ওটাই চেঙ্গী ভ্যালি বা চেঙ্গী উপত্যকা।খাগড়াছড়ির দুদুকছড়া থেকে খাগড়াছড়ি সদর ,মাটিরাঙা, মহালছড়ি হয়ে রাঙামাটির কাপ্তাই লেকে গিয়ে চেঙ্গী নদীর সমাপ্তি।
দুদুকছড়ার পূজগাং নদী কিছুদূর অগ্রসর হয়ে আরেকটা নদী লোগাং এর সঙ্গে মিলেই হয়েছে চেঙ্গীর জন্ম। চেঙ্গী মিলিত হয়েছে কর্ণফুলীতে।মহালছড়ির অর্থনৈতিক সমৃদ্ধি চেঙ্গীর উপর নির্ভরশীল।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS